Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখনই অবসর নয়, আইপিএলে খেলবেন ধোনি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ৮:৩১ পিএম

শুধু আসন্ন আইপিএলই নয়, ২০২১ আইপিএলে মহেন্দ্র সিং ধোনি খেলবেন স্বমহিমায়। এমনটাই খবর ফাঁস হয়ে গেল চেন্নাই সুপার কিংস (সিএসকে) সূত্রে। ভাবা হয়েছিল, অবসর নিয়ে ডামাডোলের মধ্যে আসন্ন আইপিএলের পরেই হয়তো বুটজোড়া তুলে রাখতে চলেছেন তিনি। তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করে ধোনি নাকি আরও একবছর খেলতে চান ক্রোড়পতি ক্রিকেট লিগে।
সিএসকে সূত্রে টাইমস অফ ইন্ডিয়াকে জানানো হয়েছে, ‘২০২১ সালের আগে মেগা অকশন হবে। ধোনি ইতিমধ্যেই আমাদের জানিয়েছেন, সেই টুর্নামেন্টে উনি খেলবেন। এখনই তাই টি২০ ক্রিকেট থেকে অবসরের কোনও পরিকল্পনা নেই ধোনির।’
একদিন আগেই রবি শাস্ত্রী জানিয়ে দিয়েছিলেন, ধোনির বিষয়ে এখনই ভবিষ্যৎবাণী করা উচিত হবে না। ধোনির জন্য আইপিএল পর্যন্ত অপেক্ষা করার কথাও বলেছিলেন জাতীয় দলের হেডস্যার। এতেই স্পষ্ট ধোনি বিশ্বকাপের পরে জাতীয় দলের জার্সিতে একটাও ম্যাচ না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্বাচকদের ভাবনায় যথেষ্টভাবেই রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ