Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লঙ্কান গভর্নরের গুরুদায়িত্বে মুরালিধরন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ৮:২১ পিএম

মুত্তিয়া মুরালিধরন এবার শ্রীলঙ্কার উত্তর প্রদেশের গভর্নর হিসেবে কার্যভার গ্রহণ করতে চলেছেন। লঙ্কা দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এ ঘোষণা দিয়েছেন। লঙ্কান প্রেসিডেন্ট সদ্য তিনজন নতুন গভর্নরের নাম ঘোষণা করেছেন। যাদের একজন হলেন টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার মুরালি।
গালফ নিউজসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, গোতাবায়া রাজাপাকসে খুব করে চাচ্ছিলেন উত্তর প্রদেশের গভর্নরের দায়িত্ব নিক মুরালি। অবশ্য প্রেসিডেন্টের অনুরোধ ফেলতে পারেননি তিনি।
মুরালি যতদিন খেলেছেন, শ্রীলঙ্কার ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন। ক্যারিয়ারে বিশ্বকাপও জিতেছেন তিনি। এককথায় প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাছে ত্রাস ছিলেন এ মায়াবী ঘূর্ণি জাদুকর।
আইপিএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলেন মুরালি। তবে সক্রিয় রাজনীতিতে কখনো আসেননি তিনি। এবার অবশ্য একদম নতুন ভূমিকায়। ক্রিকেট মাঠ নয়, গভর্নরের গুরুদায়িত্ব সামলাতে হবে ৪৭ বছর বয়সী ক্রিকেটারকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ