Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গেইল ইস্যুতে মুখ খুলল বিসিবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ৮:১৮ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ক্রিস গেইল ইস্যুতে বলছেন নিয়ম মেনেই তারা ড্রাফটে রেখেছেন। হঠাৎ গেইলের বোল পাল্টে যাওয়ার পেছনে দাঁড় করিয়েছেন সম্ভাব্য কারণও। আর্থিক দিক নিয়ে দোটানায় হয়তো এমন মন্তব্য। বিসিবি প্রধান নির্বাহী আশাবাদী দ্রুতই নিরসন হবে এমন জটিলতার।
আজ দুপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট প্লেয়ারের ব্যাপারে বলব না, আমি আপনাদের প্রক্রিয়াটা বলি। আন্তর্জাতিক কোনো খেলোয়াড়ের নাম যখন আসে আমরা স্ট্যান্ডার্ড প্রক্রিয়া মেনেই করি। প্লেয়ার বা প্লেয়ারের এজেন্ট আগ্রহ দেখালে তার নাম চলে আসে এবং এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। আপনারা বলার পরে আমরা চেক করে দেখেছি এটা প্রক্রিয়া মেনেই করা হয়েছে।’
গেইল নিজে বলছেন চলতি বছর আর কোনো ক্রিকেট নয়, এ দিকে বিসিবি প্রধান বলছেন আর্থিক দিক নিয়ে ঝামেলা, দ্রুতই হবে নিরসন। এ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী যোগ করেন, ‘আসলে আমরা অবগত না যে কোন পরিস্থিতিতে এই কথাটা এসেছে। আমরা চেক করছি। প্লেয়ারদের এজেন্ট যারা আছেন তাদের সাথে যোগাযোগ হচ্ছে।’
‘আপনারা জানেন ইতোমধ্যেই সংশ্লিষ্ট দলের সঙ্গে এজেন্টদের যোগাযোগ হচ্ছে। আশা করছি বিষয়টি মীমাংসা হয়ে যাবে। আমি আবারও বলছি একটা প্রক্রিয়ার মাধ্যমেই নামটা এসেছে। হয়তো কিছু আর্থিক বিষয় থাকে, কিন্তু এ নিয়ে কিছু তথ্য যেহেতু আমাদের কাছে আছে আশা করি ঠিক হয়ে যাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ