Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় দলে ফেরার স্বপ্ন আশরাফুলের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ৮:১৬ পিএম

২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছেন আশরাফুল। বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের এ তারকা ক্রিকেটার দীর্ঘদিন দলকে নেতৃত্বও দিয়েছেন। কিন্তু এরপরই তার জীবনে কালো অধ্যায় নেমে আসে। ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি।
নিষেধাজ্ঞা কাটিয়ে ইতোমধ্যেই ক্রিকেটে ফিরেছেন আশরাফুল। তবে সেই আগের আশরাফুলকে আর খুঁজে পাননি তিনি। ব্যাট হাতে রান করতেই যেন ভুলে গেছেন। ফলে জাতীয় লিগেও দল পেতে সংগ্রাম করতে হয় তাকে। এবারের বিপিএলের প্লেয়ার ড্রাফটে তো রয়ে গেছেন অবিক্রিত।
তবে এতকিছুর পরও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন এই ৩৫ বছর বয়সী। অন্তত সাদা পোশাকে তামিম-মুশফিকদের সঙ্গে খেলতে যান তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ার এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যেখানেই খেলি সেটা আমাকে সাহায্য করে। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে বাংলাদেশ টেস্ট দলে ফেরার ভালো সুযোগ হতে পারে। কারণ আমি এখনো জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ