Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেছেন এডভোকেট আব্দুর রকিব

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ৫:৩৭ পিএম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেছেন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুর রকিব এডভোকেট। এক বিবৃতিতে তিনি বলেন, ২০ দলীয় জোটনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে দীর্ঘদিন যাবত কারারুদ্ধ রাখা হয়েছে। বয়স এবং মর্যাদার বিবেচনায় ফৌজদারী কার্যবিধি আইনের বিধান অনুযায়ী তিনি জামিনে মুক্তি পাওয়ার হকদার। দেশের প্রচলিত আইনে সর্বস্তরের আদালত তাঁকে জামিনে মুক্তি দিতে পারেন। দেশের সর্বোচ্চ আদালত যেখানে খুনের মামলা সহ বিভিন্ন ধরনের মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীদেরকে জামিনে মুক্তি দেয়। সেখানে একটি রাজনৈতিক মিথ্যা মামলায় বেগম জিয়াকে জামিন না দিয়ে দীর্ঘ দু’বছরের অধিককাল যাবৎ কারারুদ্ধ রাখায় দেশবাসী উদ্বিগ্ন। কালবিলম্ব না করে মানবিক কারণে মারাত্মক রোগাক্রান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি প্রদান করার জন্য আব্দুর রকিব এডভোকেট বিবৃতিতে জোর দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এডভোকেট আব্দুর রকিব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ