Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্র করেও গ্রুপ সেরা ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ৭:২১ এএম

শাখতার দোনেৎস্কের বিপক্ষে ঘরের মাঠে ড্র করেও ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই উঠেছে ম্যানচেস্টার সিটি। গ্রুপের অন্য ম্যাচে আতালান্তার মাঠে দিনামো জাগরেব হেরে যাওয়ায় গ্রুপ সেরা হয়েই ‘সি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে শাখতারের বিপক্ষে ১-১ ড্র করে সিটি।
শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণভাগের ব্যর্থতায় গোলের দেখা পাচ্ছিল না সিটি। প্রথমার্ধে গোলের তেমন কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। ৫৬তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ইলকাই গিনদোয়ান। ডি-বক্সে গাব্রিয়েল জেসুসকে দারুণ এক ডিফেন্স-চেরা পাস বাড়ান কেভিন ডে ব্রুইনে। ব্রাজিলের ফরোয়ার্ডকে আটকাতে গোলরক্ষক এগিয়ে এলে ফাঁকায় থাকা গিনদোয়ানকে পাস দেন জেসুস। ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার। সিটির সঙ্গে আগের তিন দেখায় ১২ গোল হজম করলেও কোনো গোল করতে পারেনি শাখতার। এ দিন অবশ্য সফরকারীদের দ্রুতই সমতায় ফেরান বদলি মিডফিল্ডার সলোমন। ৬৯তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ইসরাইলের এই খেলোয়াড়।
পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। শাখতার দোনেৎস্কের অর্জন ৬ পয়েন্ট। আতালান্তার বিপক্ষে ২-০ গোলে হারা জাগরেবের পয়েন্ট ৫। ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে আতালান্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ