Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিবালার গোলে জুভেন্তাসের জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ৭:১৪ এএম

দিবালার একমাত্র গোলে ঘরের মাঠে মঙ্গলবার (২৬ নভেম্বর) অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারায় জুভেন্তাস। 'ডি' গ্রুপের প্রথম লেগে অ্যাতলেটিকোর মাঠে ড্র (২-২) করলেও ফিরতি লেগে তিন পয়েন্ট তুলে নিলো মারিও সারির ছেলেরা।
জুভেন্তাসের প্রথমার্ধ হতো গোল শূন্য; শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকা জুভরা গোল করতেই পারছিল না; তবে প্রথম পর্বের অতিরিক্ত মিনিটে আর্জেন্টাইন পাউলো দিবালার দুর্দান্ত এক গোলে লিড নেয় ইতালির চ্যাম্পিয়নরা। বিরতিতে যাওয়ার একদম শেষ মিনিটে ডি-বক্সের একটু বাহির থেকে ফ্রি-কিকে চোখ ধাঁধানো এক গোল করেন দিবালা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অ্যাতলেটিকোর তুলনায় বেশি ছিল জুভেন্তাসের। বেশকটি সহজ গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তুরিনের বুড়িরা। ফলে দিবালার ওই এক গোলেই সন্তুষ্ট থাকতে হল জুভদের। এ নিয়ে 'ডি' গ্রুপের পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্র নিয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় থাকল জুভেন্তাস। দ্বিতীয় পর্বে খেলা নিশ্চিত হয়েছে রোনালদো-দিবালাদের। এদিকে সমান ম্যাচে কেবল দুই জয় অ্যাতলেটিকোর; হেরেছে দুটি ও এক ম্যাচ ড্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ