Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবতাবিরোধী অপরাধ কায়সারের আপিলের যুক্তি তর্ক শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিলের যুক্তি-তর্ক শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগীয় বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি মো. নূরুজ্জামান। সরকারপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। সৈয়দ মোহাম্মদ কায়সারের পক্ষে উপস্থিত ছিলেন এস এম মো. শাহজাহান। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। যুক্তি-তর্কের প্রথম দিন এটর্নিজেনারেল মাহবুবে আলম মামলার পেপারবুক পাঠ করেন। পরে মামলার কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।
প্রসঙ্গত: ২০১৪ সালের ২৩ ডিসেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদন্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে তার বিরুদ্ধে একাত্তরে ১৫২ জনকে হত্যা করা, দুই নারীকে ধর্ষণ, পাঁচজনকে আটক, অপহরণ, নির্যাতন, মুক্তিপণ আদায় এবং দুই শতাধিক বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, লুণ্ঠন ও ষড়যন্ত্রের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে-মর্মে উল্লেখ করা হয়। সৈয়দ মোহাম্মদ কায়সার ২০১৫ সালের ১৯ জানুয়ারি এ রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানবতাবিরোধী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ