পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মো. শহীদুল্লাহ সরকার মারা গেছেন। গত রোববার রাতে পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি নীলফামারির ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের উকিলপাড়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।
গতকাল সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী দৈনিক ইনকিলাবকে জানান, গত রোববার রাতে কারাগারে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন শহীদুল্লাহ। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান, গতকাল ময়না তদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ২০১৭ সালের ২০ নভেম্বর তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে গত বছর জুলাই মাসে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের উকিলপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।