Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এই গুণও রয়েছে?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

বলিউডের জনপ্রিয় নায়িকা মাধুরী দীক্ষিত। বয়স বাহান্নেও তার রূপ মুগ্ধ করে ভক্তদের। এ নিয়ে বরাবরই প্রশংসিত তিনি। পাশাপাশি মাধুরীর অভিনয় ও নাচে তো দারুণ পারদর্শী। সমানতালে সংসারও করছেন।
বহু গুণে গুণান্বিত এই অভিনেত্রীর সংগীতপ্রীতির কথা সর্বজনবিদিত নয়। স¤প্রতি তার ইনস্টাগ্রাম ভিডিওতে সেই গুণের কথা প্রকাশ পেয়েছে। তিনি যে গিটার বাজাতে পারেন, তাও খুব কম লোকেই জানেন।

ভিডিওতে গিটার বাজানোর সময় মাধুরীর সঙ্গে দেখা গিয়েছে তার স্বামী শ্রীরাম নেনেকে। এছাড়া ছিলেন মিউজিশিয়ান জ্যাক ডি’সুজা। জন লেজেন্ডের জনপ্রিয় গান ‘অল অব মি’ গাইছিলেন তিনজন।
স¤প্রতি মাধুরী ও শ্রীরাম নেনের বিয়ের জীবন ২০ বছরে পড়েছে। সেই উপলক্ষে স্বামী শ্রীরাম নেনের সঙ্গে কোয়ালিটি টাইম কাটান মাধুরী। তার ছবিও প্রকাশ পেয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
সুইমিং পুলে নেমে স্বামীকে চুম্বন করে সেলফি তোলেন অভিনেত্রী। তার পরনে ছিল বিকিনি। আর ঠিক এই কারণেই নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ায় এই ছবি। কারণ মাধুরীকে খুব একটা খোলামেলা পোশাকে দেখা যায় না। সূত্র : ইন্ডিয়া টুডেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ