Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘরের চালে ঢিল মারা নিয়ে রূপগঞ্জে দু’পক্ষে সংঘর্ষে আহত ১০

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় ঘরের চালে ঢিল মারাকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। গতকাল (বুধবার) বিকেলে ঘটে এ ঘটনা। এ সময় একপক্ষ আরেকপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। আহতদের মধ্যে শাহজাহান, মাহবুব মিয়া, লিজা আক্তার, জাকির হোসেন, সফুন মিয়া, টুনু, রুবি, ইব্রাহীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে খাদুন এলাকার সফুন মিয়ার ঘরের চালে কে বা কারা ঢিল মারে। এ ঘটনায় সফুন মিয়া একই এলাকার প্রতিপক্ষ জাকির হোসেনের ছেলেমেয়েকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে বুধবার বিকেলে সফুন মিয়ার পরিবারের লোকজনের সঙ্গে জাকির হোসেনের পরিবারের লোকজন বাক-বিত-ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সফুন মিয়াসহ তার লোকজন লাঠিসোঁটা নিয়ে জাকির হোসেনের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় জাকির হোসেনের পরিবারের লোকজনও পাল্টা হামলা চালায়। পরে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার সংবাদ জানা নেই। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘরের চালে ঢিল মারা নিয়ে রূপগঞ্জে দু’পক্ষে সংঘর্ষে আহত ১০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ