Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামী গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুরে জামাতার হামলায় শ^শুর-শাশুড়িসহ আহত ৫
রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরের নিজামিয়া গ্রামের জামাতা ও তার লোকজনের হামলায় শ^শুর মোঃ ওয়াহেদ হাওলাদার ও শাশুড়ি হাসিনা বেগমসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী জামাতা এনায়েত হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করলে আসামীরা বিভিন্নভাবে হুমকি ও নিজেদের শরীর নিজেরা ব্লেড দিয়ে কেটে মামলা দিয়ে হয়রানির পাঁয়তারার প্রতিবাদে এবং আসামী গ্রেফতারের দাবিতে গতকাল বুধবার সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ওয়াহেদ হাওলাদারের ছেলে মোঃ আবুল হোসেন। সংবাদ সম্মেলনে মোঃ আবুল হোসেন অভিযোগ করেন, গত ১৭ জুন রাতে পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে বোন জামাতা এনায়েত হোসেনের নেতৃত্বে জসিম, লাল মিয়া, হারুন, রনি, নয়ন, রেনু বেগম ও ছাহেরাসহ ১০/১২ লোকজন তাদের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এনায়েত ও তার লোকজনের হামলায় এনায়েতের শ^শুর আব্দুল ওয়াহেদ (৬৫), শাশুড়ি হাসিনা বেগম (৫৫), শ্যালক এবাদুল (২২) ও শালিকা আকলিমা বেগম (২৫) আহত হয়। এ সময় সোনার চেইন ও নগদ টাকাও ছিনিয়ে নেয় হামলাকারীরা। আহত আকলিমা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যরা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। এ ঘটনায় পুলিশ জানায়, এ মামলার ৩নং আসামী লাল মিয়াকে তার নিজবাড়ি নিজামিয়া থেকে গতকাল (বুধবার) দুপুরে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসামী গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ