নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী রয়্যালসের হয়ে খেলবেন আন্দ্রে রাসেল। প্লেয়ার্স ড্রাফটে নাম না থাকলেও এবারের বিধ্বংসী ক্যারিবিয়ান অলরাউন্ডারকে মাঠ মাতাতে দেখা যাবে।
এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে আন্দ্রে রাসেল ছাড়াও নাম ছিল না শোয়েব মালিকেরও। তবে ড্রাফটের বাইরে থেকে দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তির নিয়ম থাকায় সুযোগটা কাজে লাগিয়ে সময়ের দুই অন্যতম সেরা অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে রাজশাহী।
গত আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলেছেন রাসেল। ব্যাট হাতে ১৫৬.৫৪ স্ট্রাইক রেটে করেছিলেন ২৯৯ রান আর উইকেট নিয়েছিলেন ১৪টি।
প্লেয়ার্স ড্রাফটে খুব সাদামাটা দল গড়েছিল রাজশাহী। দলে ছিল না তেমন বড় কোনো নাম। কিন্তু সময় ও সুযোগের সদ্ব্যবহার করে তারাই এখন বেশ গোছালো একটা দল গড়েছে। দলে মালিক ও রাসেল ছাড়াও আছেন রবি বোপারা, মোহাম্মদ নওয়াজদের মতো বিদেশি অলরাউন্ডার আছেন। আর দেশিদের মধ্যে আছেন আফিফ হোসেন, ফরহাদ রেজাদের মতো অলরাউন্ডার।
রাজশাহী রয়্যালস স্কোয়াড:
দেশি: লিটন দাস, আফিফ হোসেন, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর।
বিদেশি: আন্দ্রে রাসেল, শোয়েব মালিক, হজরতউল্লাহ জাজাই, রবি বোপারা, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নওয়াজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।