Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

আলবেনিয়ায় ভূমিকম্প

ইনকিলাব ডেস্ক : ইউরোপের দরিদ্র দেশ আলবেনিয়ায় একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। গত কয়েক দশকের মধ্যে এটিই দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় মঙ্গলবার ভোরের রাজধানী তিরানাসহ সংলগ্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়। এতে এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রয়টার্স।

মার্কিন রাষ্ট্রদূতকে তলব

ইনকিলাব ডেস্ক : বেইজিংয়ে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টেরি ব্র্যানস্টাডকে তলব করেছে চীন। হংকং ইস্যুতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটে সর্বসম্মতভাবে পাস হওয়া একটি বিলের প্রতিবাদ জানাতে সোমবার তাকে তলব করা হয়। এ মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের সিনেটে ‘হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্র্যাসি অ্যাক্ট’ নামের একটি বিল কণ্ঠভোটে পাস হয়। চীনা কর্তৃপক্ষের দমনপীড়ন থেকে হংকং-এর গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সুরক্ষায় এ বিল পাসের উদ্যোগ নেওয়া হয়। রয়টার্স।

রায়ে স্থগিতাদেশ

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য প্রতিনিধি পরিষদের তদারকি কমিটিকে দিতে নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। হিসাব ব্যবস্থাপক প্রতিষ্ঠান মাজার্স এলএলপিকে ট্রাম্পের লেনদেন সংক্রান্ত নথি দিতে পরোয়ানা জারি করেছিল হাউস অব রিপ্রেজেন্টেটিভের ডেমোক্রেট নেতৃত্বাধীন ওভারসাইট অ্যান্ড রিফর্ম কমিটি। রয়টার্স।

২ যাজকের জেল

ইনকিলাব ডেস্ক : চার্চের একটি স্কুলে বধির শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে আর্জেন্টিনার একটি আদালত রোমান ক্যাথলিক দু’জন যাজককে কমপক্ষে ৪০ বছরের জেল দিয়েছে। তারা হলো হোরাসিও করবাচো এবং নিকোলা কারাডি। একই সঙ্গে জেল হয়েছে ওই স্কুলের একজন মালির। ২০০৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মেনডোজা প্রদেশের একটি স্কুলে শিশুদের ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। সোমবার তাদের বিরুদ্ধে রায় ঘোষণার সময় নির্যাতনের শিকার অনেক শিশু আদালতে উপস্থিত ছিল। বিবিসি।

মার্কিন পূর্বশর্ত নাকচ

ইনকিলাব ডেস্ক : লেবাননে নতুন সরকার গঠনের ব্যাপারে আমেরিকা যে পূর্বশর্ত দিয়েছে তাকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নাকচ করে দিয়েছে। লেবাননের সাম্প্রতিক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী সাদ হারিরির নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করে এবং নতুন সরকার গঠনের প্রয়োজন হয়ে পড়েছে। হিজবুল্লার উপমহাসচিব শেখ নাঈম কাসেম সোমবার ওমর গান্দুরের নেতৃত্বাধীন ইসলামিক ইউনিয়নিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় মার্কিন অবস্থানের বিষয়টি নাকচ করেন। রয়টার্স।

পেরুতে নিহত ১০

ইনকিলাব ডেস্ক : পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২০ জন। রবিবার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুনিনের হুয়ানকায়ো দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি উকেয়ালি পাকালপা যাওয়ার পথে ‘কার্পিশ টানেল’ থেকে ছিটকে পড়ে যায়। স্থানীয় এক টিভি চ্যানেলের বরাত দিয়ে সিনহুয়া বলছে, স্থানীয় সময় রাত ১ টা নাগাদ বাসটি ২০০ মিটার খাদে পড়ে যায়। এসময় বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিল। সিনহুয়া।

কাশ্মীরে আহত ২

ইনকিলাব ডেস্ক : জম্মু-কাশ্মীরে একটি বিশ্ববিদ্যালয়ের সামনে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। গ্রেনেড বিস্ফোরণের পরেই এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শ্রীনগরের কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা বাহিনীর কর্মীরা পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ভারতের সংবাদ সংস্থা জানায়, বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ গেটের কাছে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষ আহত হয়েছেন। পিটিআই।

শিকাগোয় তরুণী খুন

ইনকিলাব ডেস্ক : আমেরিকার শিকাগো শহরে ভারতীয় বংশোদ্ভূত এক তরুণীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ১৯ বছরের ওই মেয়েটির ওপর প্রথমে যৌন অত্যাচার চালানো হয়, তারপর শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। সিসিটিভি ফুটেজ দেখে খুনিকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, হায়দরাবাদের ওই তরুণী তার পরিবারের সঙ্গে আমেরিকায় থাকতেন। ইউনিভার্সিটি অফ ইলিনয়ের ছাত্রী ছিলেন তিনি। খবরে বলা হয়েছে, গত শনিবার ইউনিভার্সিটি ক্যাম্পাসের গ্যারাজে মেয়েটির গাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ওই তরুণীর সঙ্গে ফোন যোগাযোগ করতে না পেরে পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ