Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেকে যোগ্য মনে করছেন না এমবাপে

ব্যালন ডি’অর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ৮:১৭ পিএম

ব্যালন ডি’অরের দৌড়ে নিজেকে যোগ্য মনে করছেন না ফরাসি ফরোয়াপর্ড কিলিয়ান এমবাপে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৩৯ গোল করেছিলেন এমবাপে। যদিও ‍দলীয় সাফল্য খুব একটা আসেনি। আরও একবার ফরাসি ক্লাবটি হতাশ হয়েছে চ্যাম্পিয়নস লিগে। ইউরোপিয়ান ট্রফি জেতার জন্য তারা মোটা অঙ্কের অর্থ দিয়ে দল সাজালেও গত মৌসুমেও শেষ ষোলো থেকে বিদায় নিতে হয় প্যারিসের ক্লাবটিকে। তাছাড়া ঘরোয়া দুই প্রতিযোগিতা ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপেও ব্যর্থ হয়েছে পিএসজি।
সাফল্য এসেছে কেবল ফরাসি লিগ ওয়ানে। কিন্তু সেটা ব্যালন ডি’অর জেতার জন্য যথেষ্ট মনে করছেন না এমবাপে। যে কারণে ২ ডিসেম্বর প্যারিসে হতে যাওয়া ব্যালন ডি’অর অনুষ্ঠানে ‘সোনার বল’ হাতে তোলার সম্ভাবনা দেখছেন না তিনি। বরং ফ্রান্স জাতীয় দলের এই তরুণ এগিয়ে রাখছেন লিওনেল মেসি, ভার্জিল ফন ডাইক ও ক্রিস্তিয়ানো রোনালদোকে।
২০১৮ সালের ব্যালন ডি’অরে চতুর্থ হওয়া এমবাপে বলেছেন, “এ বছর (জিতবো কিনা)? আমাকে অবশ্যই বাস্তববাদী হতে হবে, এবার আমি এটার (ব্যালন ডি’অর) যোগ্য নই। অনেক খেলোয়াড় আছে, যারা অনেক ভালো করেছে। পিএসজির সঙ্গে আমরা ঘরোয়া সব ট্রফিই জিততে পারিনি। চ্যাম্পিয়নস লিগেও আমরা হতাশ হয়েছি। হ্যাঁ, ব্যক্তিগত জায়গা থেকে আমি অনেক ট্রফিই জিততে পারি, কিন্তু ফুটবল তো আর একা একা খেলা যায় না।”
এবার নিজেকে সরিয়ে রাখলেও ব্যালন ডি’অর জেতার আশা হারাচ্ছেন না ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা। একদিন ‘সোনার বল’ হাতে আসবেই, আর সেজন্য তাড়াহুড়ো নেই এমবাপের। ২০ বছর বয়সী ফরোয়ার্ডের বক্তব্য, “ব্যালন ডি’অর জেতার জন্য আমার হাতে সময় আছে। আমার কোনও তাড়াহুড়ো নেই, এটা এমন কিছু নয় যে আমাকে সবসময় নাড়া দেয়।”
চ্যাম্পিয়নস লিগের কঠিন লড়াইয়ে আজ (মঙ্গলবার) রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে এমবাপের পিএসজি। সামনের বছরের ব্যালন ডি’অরের দৌড়ে থাকতে এই ম্যাচটিও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ