বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচা বাজারের রাস্তা দখল করে ঈদ বাজার
স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের কাঁচা বাজারে রাস্তা দখল করে বসানো হয়েছে ঈদের বাজার। এতে করে যানবাহন চলাচলে বিঘœ ঘটে যানজটের সৃষ্টি হচ্ছে। অভিযোগ রয়েছে, কাঁচা বাজার মার্কেট কমিটির নেতারা মোটা অংকের টাকার বিনিময়ে রাস্তা দখল করে দোকান বসানোর সুযোগ করে দিয়েছেন। ফুটপাতের কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে, তারা ৫০ হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত দিয়েছেন দোকান বরাদ্দ পাওয়ার জন্য। কমিটির লোকজন তাদেরকে মার্কেটে দোকান দেয়ার কথা বলে রাস্তায় বসতে দিয়েছে। ক’দিন আগেও পুলিশ তাদেরকে রাস্তা থেকে তুলে দিয়েছিল। জাবেদ নামে এক ব্যবসায়ী বলেন, আমরা প্রতিনিয়ত ভয় ও শঙ্কার মধ্যে আছি। কখন কে যে আমাদেরকে তুলে দেয় সেই ভয়ে থাকতে হয়। শাওন নামে এক ব্যবসায়ী বলেন, আমরা টাকা দিয়ে বসার স্থান চেয়েছি। কিন্তু উপযুক্ত জায়গা পাইনি। এভাবে ব্যবসা করা মুশকিল।
মোহাম্মদপুর কৃষি মার্কেটসংলগ্ন কাঁচাবাজারে দোকান বসাতে হলে মার্কেট কমিটির অনুমোদন লাগে। আর এ অনুমোদন নিতে গেলেই মোটা অংকের টাকা গুনতে হয়। কয়েকজন ব্যবসায়ী জানান, বাজার কমিটির চাহিদা অনুযায়ী দোকানভেদে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দিয়েছেন কেউ কেউ। বিনিময়ে দোকান মিলেছে রাস্তার উপর। রাস্তার উপর বসার কারণে পুলিশ মাঝে-মধ্যেই এসে দোকান তুলে দেয়। কয়েক দিন আগেও পুলিশের অভিযানে রাস্তার উপর থেকে ১০/১২টি দোকান উচ্ছেদ করা হয়। এতে করে ওইসব দোকানদাররা মার্কেট কমিটির কাছে ধরণা দিতে থাকেন। তারা আবার সেই সব দোকান বসিয়েছে রাস্তা দখল করে। এতে করে যান চলাচলে বিঘœ ঘটে যানজটের সৃষ্টি হচ্ছে। একই সাথে দোকানদাররাও ঈদকে সামনে রেখে অনেকটা অনিশ্চয়তার মধ্যে ব্যবসা করছেন। জানতে চাইলে মার্কেট কমিটির সভাপতি আল্লাহবক্স ইনকিলাবকে বলেন, আমরা দোকানদারদের কাছে থেকে বাড়তি কোনো টাকা নেইনি। যা নেয়া হয়েছে সেগুলো সমিতির নিয়মেই আছে। নিয়মের বাইরে কোনো টাকা নেয়া হয়নি। তিনি বলেন, এখানে যারা পুরাতন দোকানদার তাদের কাছে থেকে কোনো টাকা নেয়া হয়নি। নতুনদের কাছ থেকে সামান্য টাকা নেয়া হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।