Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাভারে চোলাই মদ ও সহযোগীসহ ইউপি সদস্য গ্রেপ্তার

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ৩:৩১ পিএম

ঢাকার সাভারে বিপুল পরিমান চোলাই মদ, মদ তৈরীর উপকর ও দুই সহযোগীসহ ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ অজল হক (৪৯) ও তার সহযোগী ফুল বার্ট রোজারিও (৪০) এবং কামরুল ইসলাম (২৪)।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫০ লিটার চোলাই মদ, ৫০ লিটার চোলাই মদ তৈরির তরল উপকরন ও চোলাই মদ বিক্রিত ৫হাজার ২০০টাকা।
সোমবার সন্ধ্যায় বিরুলিয়ার কমলাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ এর পুলিশ সুপার নরেশ চাকমা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর গ্রামের ফুল বার্ট রোজারিও এর বসত বাড়ির পশ্চিম পাশের ঘরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এঘটনায় মঙ্গলবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি সদস্য গ্রেপ্তার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ