Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দুবাই বাংলাদেশ সমিতির যাত্রা শুরু

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

প্রবাসীদের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে দুবাইয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সমিতি দুবাই। গত রোববার সন্ধ্যা ৬টায় দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খানের উপস্থিতি ও দিকনির্দেশনায় আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতাদের নিয়ে গঠন করা হয় এ সংগঠনটি।
অধ্যাপক এম, এ, সবুরকে আহবায়ক ও প্রকৌশলী নেছার রেজা খানকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্য সদস্যবৃন্দরা হলেন মাওলানা ফজলুল কবীর চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, প্রকৌশলী ফিরোজ আহমেদ, সুলতান মাহমুদ, হাজ্বী শফিকুল ইসলাম, মীর আহম্মেদ, কাজী ওসমান, আনছারুল হক আনছার, ইয়াকুব সৈনিক, হারুন অর রশীদ, মোহাম্মদ জুলফিকার ওসম্না, মোহাম্মদ মুজিবুর রহমান টুটু মিয়া, মোহাম্মদ নজরুল ইসলাম, ও এনামুল হক চৌধুরী। প্রবাসীদের অধিকার নিশ্চিতে বাংলাদেশ সমিতি দুবাই সুন্দরভাবে প্রতিষ্ঠা ও কাজ করার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশি ব্যাবসায়ী ও কমিউনিটি নেতাদের সহযোগিতা কামনা করছেন কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান।

 



 

Show all comments
  • asibul alom rakib ২০ সেপ্টেম্বর, ২০২২, ৯:২৮ পিএম says : 0
    Ami o apnader sathe thakte cai
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ