মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রবাসীদের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে দুবাইয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সমিতি দুবাই। গত রোববার সন্ধ্যা ৬টায় দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খানের উপস্থিতি ও দিকনির্দেশনায় আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতাদের নিয়ে গঠন করা হয় এ সংগঠনটি।
অধ্যাপক এম, এ, সবুরকে আহবায়ক ও প্রকৌশলী নেছার রেজা খানকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্য সদস্যবৃন্দরা হলেন মাওলানা ফজলুল কবীর চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, প্রকৌশলী ফিরোজ আহমেদ, সুলতান মাহমুদ, হাজ্বী শফিকুল ইসলাম, মীর আহম্মেদ, কাজী ওসমান, আনছারুল হক আনছার, ইয়াকুব সৈনিক, হারুন অর রশীদ, মোহাম্মদ জুলফিকার ওসম্না, মোহাম্মদ মুজিবুর রহমান টুটু মিয়া, মোহাম্মদ নজরুল ইসলাম, ও এনামুল হক চৌধুরী। প্রবাসীদের অধিকার নিশ্চিতে বাংলাদেশ সমিতি দুবাই সুন্দরভাবে প্রতিষ্ঠা ও কাজ করার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশি ব্যাবসায়ী ও কমিউনিটি নেতাদের সহযোগিতা কামনা করছেন কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।