Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেফিল্ডের মাঠে ম্যানইউর হোঁচট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

শুরুতে দুই ২-০ গোলে পিছিয়ে পড়েও জয়ের স্বপ্ন দেখছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু না, সে স্বপ্ন তাদের পূরণ হয়নি। ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডের মাঠে পরশু ৩-৩ গোলের ড্রয়ে হোঁচট খেয়েছে রেড ডেভিলরা। এই নিয়ে তিন বড় দলের বিপক্ষে পয়েন্ট পেল এক দশক পর প্রিমিয়ার লিগে উঠে আসা শেফিল্ড। চেলসিকে তাদেরই মাঠে ২-২ গোলে রুখে দেওয়া দলটি অক্টোবরে আর্সেনালকে ১-০ ব্যবধানে হারিয়েছিল।

মৌসুমের শুরু থেকে ভীষণ অধারাবাহিক ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের উনবিংশ মিনিটে পিছিয়ে পড়ে। সতীর্থের শট গোলরক্ষক ডেভিড দে হেয়া ফেরানোর পর আলগা বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার জন ফ্লেক। দ্বিতীয়ার্ধের রুতেই ব্যবধান দ্বিগুণ করেন লিল মুসে। দূর পাল্লার এক জোরালো শটে ৫২ মিনিটেই ২-০ তে লিড নেয় স্বাগতিকরা। এরপর ম্যাচের ৭২ মিনিট থেকে পাল্টে যেতে থাকে দৃশ্যপট। ক্রস থেকে দুর্দান্ত এক গোলে রেড ডেভিলদের গোল ব্যবধান কমান ব্রেন্ডন উইলিয়ামস। সেখান থেকেই শুরু। এরপর ৭৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের ক্রস থেকে গোলবারের সামনে সøাইড করে সফরকারীদের সমতায় ফেরান গ্রিনউড। ৭৯ মিনিটে মাঠের বাম দিক দিয়ে গোছানো এক আক্রমণে ম্যান ইউর ব্যবধান ৩-২ করেন রাশফোর্ড। ৮ মিনিটে ৩ গোল করে জয়ের সুবাস পাচ্ছিলো অলি গানার শিষ্যরা। ওই গোলে জেগে উঠেছিল ম্যানইউর জয়ের আশা। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠিয়ে মূল্যবান ১ পয়েন্ট নিশ্চিত করেন শেফিল্ডের ফরোয়ার্ড ম্যাকবার্নি। ১৩ ম্যাচে চার জয় ও ছয় ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে শেফিল্ড ইউনাইটেড। ১ পয়েন্ট কম নিয়ে নবম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৭। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেস্টার সিটি। তিনে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৮। ২৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। পাঁচ নম্বরে থাকা উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের পয়েন্ট ১৯। শেফিল্ডের সমান ১৮ পয়েন্ট বার্নলি ও আর্সেনালেরও। গোল ব্যবধানে পিছিয়ে যথাক্রমে সাত ও আট নম্বরে আছে দল দুটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ