Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাদাল নৈপুণ্যে ডেভিস কাপ স্পেনের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

রাফায়েল নাদাল ও রবের্তো বাতিস্তা আগুতের নৈপুণ্যে ফাইনালে কানাডাকে হারিয়ে ডেভিস কাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। প্রতিযোগিতায় স্পেনের এটি ষষ্ঠ ও নাদালের পঞ্চম শিরোপা। মাদ্রিদে পরশু শিরোপা লড়াইয়ে দ্বিতীয় এককে ডেনিস শাপোভালভকে ৬-৩, ৭-৬ (৯-৭) গেমে নাদাল হারালে ২-০ ব্যবধানে স্পেনের শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়। এর আগে ১৯ বছর বয়সী আলিয়াসিমাকে ৭-৬ (৭-৩), ৬-৩ গেমে হারিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নিয়েছিলেন বাতিস্তা। ৩১ বছর বয়সী বাতিস্তার জন্য এই জয় ছিল অনেক আবেগঘন। বাবার মৃত্যুর তিন দিন পর দলে ফিরে দেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন ৩১ বছর বয়সী। ২০১১ সালের পর প্রতিযোগিতাটিতে দেশকে প্রথম সেরার মুকুট এনে দেওয়ার পথে আট ম্যাচের সবকটিই জিতেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নাদান। স্পেনের হয়ে এটি তার পঞ্চম ডেভিস কাপ শিরোপা।
টেনিসের বিশ্বকাপ’ নামে পরিচিত এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩২ বার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ বার জিতেছে অস্ট্রেলিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ