মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাধারণত ঘুষ খেয়ে কেলেঙ্কারিতে নাম জড়িয়ে মানুষের মুখে মুখে আসে কতিপয় কর্মকর্তা। ভালো কাজ করেও আসে তবে সে সংখ্যা অনেক কম। এখনকার সময়ে দুর্নীতির চক্রে পা ফেলে না এমন মানুষ খুব কমই আছে বলা চলে। এবার ঘুষ না খেয়েও খবরে এলেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক কর্মকর্তা। অসাধু সরকারি কর্মকর্তারা যেখানে ঘুষ না নিয়ে কাজ করেন না। সেখানে হাতের ল²ী পায়ে ঠেলে অফিসে নোটিশ টাঙিয়েছেন, ‘আমি ঘুষখোর নই।’
রাজ্যের করিমনগরের এক সরকারি অফিসে পা রাখলেই দেখা মিলবে এমন অভূতপূর্ব লেখটি। অ্যাডিশনাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার অশোক তার দফতরের সামনে ঝুলিয়েছেন বোর্ডটি। যাতে লেখা, ‘আমি ঘুষখোর নই।’
ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড সংস্থায় কর্মরত ওই কর্মকর্তাকে নাকি কাজ আদায়ের জন্য লোকে ঘুষ দিতে ব্যস্ত। আর তাতেই বিরক্ত হয়ে নিজেকে বাঁচাতে ওই নোটিশ টানাতে বাধ্য হয়েছেন তিনি।
নোটিশ যাতে কারোর চোখ না এড়ায় তার জন্য অশোক তার চেয়ারের পেছনের দেয়ালে ঝকঝকে লাল রঙের বোর্ডে সাদা দিয়ে তেলুগু ভাষায় এ নোটিশ লিখেছেন তিনি। প্রায় ৪০ দিন আগে লাগানো এ বোর্ড স¤প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং নোটিশটি ভাইরাল হয়। সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।