মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের সঙ্গে অর্থনৈতিক করিডর বা সিপিইসি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশীয় অর্থনীতির জন্য এটিকে জরুরি বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। রোববার মুলতানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, পাকিস্তানের অর্থনীতির ওপর সিপিইসি নেতিবাচক প্রভাব ফেলবে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করছে ইসলামাবাদ তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। খবর জিয়ো নিউজ উর্দ‚র। কোরেশি বলেন, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ ও বিশ্লেষণের সঙ্গে আমরা একমত নই। আমরা সুস্পষ্টভাবে বলেছি- সিপিইসি প্রকল্পের উদ্যোগ আমরা নিয়েছি এবং আমরা এর দ্বিতীয় পর্যায়ের কাজ বাস্তবায়নের পথে রয়েছি। এ প্রকল্পে চীনের যে ঋণ সেটি খুব বড় কোনো বোঝা নয় উল্লেখ করে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের মোট ঋণের পরিমাণ সাত হাজার ৪০০ কোটি ডলার যার মধ্যে সিপিসি’র জন্য ঋণ রয়েছে মাত্র ৪৯০ কোটি ডলার। এই বিশাল প্রকল্প পাকিস্তানের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। সিপিসি এই অঞ্চলের জন্য গেইম চেঞ্জার হবে বলেও তিনি মন্তব্য করেন। পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকাসহ এ অঞ্চলের কোনো দেশের জন্যই বিশেষ অর্থনৈতিক এই জোনে বিনিয়োগ করার ক্ষেত্রে কোনো বাধা নেই। প্রসঙ্গত, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক প্রধান উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস। চাপ প্রয়োগ করে চীন এ প্রকল্পে পাকিস্তানকে সম্পৃক্ত করেছে বলে অভিযোগ করেছেন তিনি। এক্সপ্রেস ট্রিবিউন, জিয়ো নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।