Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

চীনের সঙ্গে অর্থনৈতিক করিডর বা সিপিইসি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশীয় অর্থনীতির জন্য এটিকে জরুরি বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। রোববার মুলতানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, পাকিস্তানের অর্থনীতির ওপর সিপিইসি নেতিবাচক প্রভাব ফেলবে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করছে ইসলামাবাদ তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। খবর জিয়ো নিউজ উর্দ‚র। কোরেশি বলেন, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ ও বিশ্লেষণের সঙ্গে আমরা একমত নই। আমরা সুস্পষ্টভাবে বলেছি- সিপিইসি প্রকল্পের উদ্যোগ আমরা নিয়েছি এবং আমরা এর দ্বিতীয় পর্যায়ের কাজ বাস্তবায়নের পথে রয়েছি। এ প্রকল্পে চীনের যে ঋণ সেটি খুব বড় কোনো বোঝা নয় উল্লেখ করে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের মোট ঋণের পরিমাণ সাত হাজার ৪০০ কোটি ডলার যার মধ্যে সিপিসি’র জন্য ঋণ রয়েছে মাত্র ৪৯০ কোটি ডলার। এই বিশাল প্রকল্প পাকিস্তানের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। সিপিসি এই অঞ্চলের জন্য গেইম চেঞ্জার হবে বলেও তিনি মন্তব্য করেন। পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকাসহ এ অঞ্চলের কোনো দেশের জন্যই বিশেষ অর্থনৈতিক এই জোনে বিনিয়োগ করার ক্ষেত্রে কোনো বাধা নেই। প্রসঙ্গত, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক প্রধান উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস। চাপ প্রয়োগ করে চীন এ প্রকল্পে পাকিস্তানকে সম্পৃক্ত করেছে বলে অভিযোগ করেছেন তিনি। এক্সপ্রেস ট্রিবিউন, জিয়ো নিউজ।



 

Show all comments
  • সাইফুল ইসলাম চঞ্চল ২৬ নভেম্বর, ২০১৯, ১:১৬ এএম says : 0
    চীনের সাথে পাকিস্তানের হাবভাব আমেরিকার সহ্য হয় না। তাই ওই দাবি করেছে আর কিছু না।
    Total Reply(0) Reply
  • জোহেব শাহরিয়ার ২৬ নভেম্বর, ২০১৯, ১:১৭ এএম says : 0
    মার্কিনীদের দাবির কোনো ভিত্তি আছে।
    Total Reply(0) Reply
  • সাকা চৌধুরী ২৬ নভেম্বর, ২০১৯, ১:১৭ এএম says : 0
    সাবাশ পাকিস্তান। আমেরিকাকে আর পাত্তা দেয়া ঠিক হবে না।
    Total Reply(0) Reply
  • নাজারেথ স্বনন ২৬ নভেম্বর, ২০১৯, ১:১৮ এএম says : 0
    আমেরিকার হিংসুটে কথা বার্তা।
    Total Reply(0) Reply
  • Aman khan ২৭ নভেম্বর, ২০১৯, ১০:৩৫ এএম says : 0
    চাপাবাজ আমেরিকার দিন শেষ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ