মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের দ্য ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শারদ পাওয়ার বলেছেন, অজিত পাওয়ারের সিদ্ধান্তে বিজেপির সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গঠনের কোনও প্রশ্নই ওঠে না। অজিতের একটি টুইটবার্তার পর বিজেপির সঙ্গে সরকার গঠন নিয়ে এনসিপি আলোচনা চালাচ্ছে বলে অভিযোগ ওঠে। এর পরই শিবসেনা ও কংগ্রেস জোটে থাকছে এনসিপি বলে সাফ জানিয়ে দেন শারদ পাওয়ার। সরকার গঠনের জন্য একক সিদ্ধান্তে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাতারাতি দলের মধ্যে ‘ভিলেন’ হয়েছেন এনসিপি নেতা অজিত পাওয়ার। এমনকী তাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে পদ থেকে বহিষ্কার করেন এনসিপি প্রধান। শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে জোট থাকা সত্তে¡ও একক সিদ্ধান্তে শনিবার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহরাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অজিত পাওয়ার। এটা নিয়ে দলীয় প্রধানের সঙ্গে টুইটারে বিতর্কে জড়ান ভাইপো অজিত। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।