Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলম্বিয়ার রাজপথে সেনাবাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভান ডুক বলেছেন, দেশটির সড়কে নিরাপত্তাবাহিনীর উপস্থিতি বজায় থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। সরকারবিরোধী বিক্ষোভ টানা তৃতীয় দিনও অব্যাহত থাকার প্রেক্ষিতে এই ঘোষণা দিলেন তিনি। বৃহস্পতিবার এই সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ওই জাতীয় ধর্মঘটের সমর্থনে মিছিলে অংশ নেন আড়াই লাখের বেশি বিক্ষোভকারী। মিছিল শান্তিপ‚র্ণভাবে শুরু হলেও এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাতের খবর পাওয়া গেছে। দুর্নীতি ও সম্ভাব্য ব্যয় সংকোচন প্রস্তাবের বিরোধিতায় শুরু হওয়া এই বিক্ষোভে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। রাজধানী বোগোটায় শুক্রবার কারফিউ জারি করা হয়েছে। তবে এরপরও শনিবার রাজপথে বিক্ষোভকারীদের উপস্থিতি ঠেকানো সম্ভব হয়নি। প্রেসিডেন্ট ডুক বলেছেন, পুলিশের সঙ্গে যৌথ টহলে অংশ নেবে সেনা সদস্যরা। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, কলম্বিয়ার সব জনসাধারণের পক্ষ থেকে আমরা ভাঙচুর, নৈরাজ্য ও লুটতরাজ সর্বতোভাবে প্রত্যাখ্যান করছি। শনিবার বিক্ষোভ পুনরায় শুরু হলে পুলিশ কয়েক হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা বোগোটার ন্যাশনাল পার্কে জড়ো হয়েছিলেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ