Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইল ও সউদীতে অস্ত্র বিক্রি করবেন না করবিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ক্ষমতায় গেলে দখলদার ইসরাইল ও সৌদি আরবে অস্ত্র বিক্রি বন্ধ করার ইচ্ছার কথা জানিয়েছে ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি। নিজেদের নির্বাচনী নীতিনির্ধারণী ইশতেহারে এমন কথাই উল্লেখ করেছে বলে ইসরাইলি দৈনিক হারেৎজের খবরে জানা গেছে। বৃহস্পতিবার দলটির প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতি নিয়ে প্রকাশিত এক বিস্তারিত নথিতে এসব কথা বলা হয়েছে। এতে জানা গেছে, ইয়েমেনে ব্যবহারের জন্য সউদী আরবে ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর মানবাধিকার লঙ্ঘন করায় ইসরাইলে অস্ত্রবিক্রি অতিসত্বর স্থগিত করে দেয়া হবে। এতে আরও বলা হয়, আমাদের অস্ত্র রফতানিতে এমন মৌলিক পরিবর্তন আনবো যে নিরাপরাধ বেসামরিক লোকজনের বিরুদ্ধে ব্যবহারের জন্য ব্রিটেনের নির্মিত অস্ত্র বিক্রির ক্ষেত্রে মন্ত্রীরা যাতে চোখ বন্ধ করে রাখতে না পারেন। গত বছর ইসরাইলের কঠোর সমালোচনা করে একটি প্রস্তাব পাশ করেছে লেবার পার্টি এবং ক্ষমতায় গেলে ইহুদি রাষ্ট্রটিতে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের প্রতিশ্রুতিও দিয়েছিল। হারেৎজে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ