মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সরকার-বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে আছে ইরাক। শুক্রবার থেকে তৃতীয় ধাপে পদার্পণ করেছে ইরাকি জনগণের বিক্ষোভ। এদিকে সোমবার বিক্ষোভে রক্তাক্ত রূপ ধারণ করেছে পুরো দেশ। সরকারপন্থী নিরাপত্তা বাহিনীর গুলিতে ইরাক জুড়ে নিহত হয়েছেন অন্তত ২৫ জন বিক্ষোভকারী। সেইসঙ্গে একই দিনে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন পুলিশের সঙ্গে সংঘর্ষে। ইরাকের দক্ষিণের শহর উম কাসরে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে সরকারের দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নামা জনগণের উপর। এতে ৭ জন জন নিহত হয়েছেন সেখানে। এছাড়াও ৮৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নাসিরিয়াতে ৪ জন নিহত ও ৭১ জন আহত হওয়ার খবর জানা গেছে। বিক্ষোভকারীরা প্রাদেশিক সরকারের কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছেন এবং একটি হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে। রাজধানী বাগদাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। এছাড়াও নাজাফ ও দিওয়ানিয়াতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। দক্ষিণের আরেক শহর বাসরাতে পুলিশের রাবার বুলেট ও টিয়ার গ্যাস ক্যানিস্টারের আঘাতে ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।