Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিধবা বিয়ে করলে দুই লাখ রুপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

 বিধবাকে বিয়ে করলে দুই লাখ রুপি দেবে সরকার! বিধবাকে বিয়ে করলে দুই লাখ রুপি দেবে বিজেপি সরকার। ভারতে ব্রিটিশ আমলে বিধবা বিবাহ আইন পাস হয়েছে। কিন্তু নাগরিকরা এই আইন মানার ক্ষেত্রে এখনও পর্যন্ত উদাসীন। তাই বিজেপি সরকার এবার বিধবাকে বিয়ের ব্যাপারে উৎসাহ দিতে এই উদ্যোগ নিয়েছে। ভারতে প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। ভারতের মধ্যপ্রদেশের সমাজ কল্যাণ দপ্তর নতুন উদ্যোগে ১৮ থেকে ৪৫ বছরের নিচে কোনো বিধবা নারীকে বিয়ে করলেই নগদ দুই লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে মধ্যপ্রদেশ সরকার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। জানা গেছে, মধ্যপ্রদেশ রাজ্য সরকারের প্রত্যাশা, বছরে এক হাজার বিধবা নারীর পুনরায় বিয়ে করা সম্ভব হবে। তবে ওই রাজ্যে বিজ্ঞপ্তি জারি করতেই বিধবা বিবাহের ধুম পড়েছে। ভারতের সুপ্রিম কোর্ট ২০১৮ সালের জুলাইয়ে কেন্দ্রকে বিধবা বিবাহে উৎসাহ দিতে নীতি নির্ধারণ করার পরামর্শ দেয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের বদলে মধ্যপ্রদেশ রাজ্য সরকার আগে এই উদ্যোগ নেয় এবং সেজন্য আর্থিক প্যাকেজ দেয়ার ব্যাপারে ঘোষণা দেয়। অবশ্য ১৮৫৬ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে আইন পাস করে বিধবা বিবাহ বৈধ হয়। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ