মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন, সুইডেন, ইতালি, জার্মানি, শ্রীলঙ্কা ও পোল্যান্ডের ৬০ জন চিকিৎসক । তারা বলেছেন, জেলেই মারা যেতে পারেন জুলিয়ান অ্যাসাঞ্জ। এমন উদ্বেগ জানিয়ে বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের কাছে একটি চিঠি লিখেছেন তারা। তাতে অ্যাসাঞ্জকে ব্রিটেনের বেলমার্শ কারাগার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় ব্যবহৃত কোনো হাসপাতালে স্থানান্তর করার অনুরোধ জানানো হয়েছে। তাদের লেখা ওই খোলা চিঠি প্রকাশিত হয়েছে সোমবার। বর্তমানে অ্যাসাঞ্জ কঠোর নিরাপত্তায় বন্দি রয়েছেন ব্রিটেনের ওই বেলমার্শ কারাগারে। গুপ্তচরবৃত্তি বিষয়ক আইনের অধীনে তার বিরুদ্ধে অভিযোগ এনে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি রয়েছে। যুক্তরাষ্ট্রের সেই দাবির বিরুদ্ধে এখন লড়াই করছেন অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রমাণিত হলে তাকে ১৭৫ বছর পর্যন্ত জেল দেয়া হতে পারে। উল্লেখ্য, আফগানিস্তান ও ইরাক যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের গোপন সামরিক ও ক‚টনৈতিক অসংখ্য ফাইল ২০১০ সালে ইউকিলিকসের মাধ্যমে ফাঁস করে দেন অ্যাসাঞ্জ। এতে বিব্রতকর অবস্থায় পড়ে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে ওই চিকিৎসকরা বলেছেন, জেলখানায় অ্যাসাঞ্জের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এতে তিনি জেলেই মারা যেতে পারেন। ২১ শে অক্টোবরে তাকে লন্ডনের একটি আদালতে তোলা হয়েছিল। সেখানে প্রত্যক্ষদর্শীরা তার ভয়াবহ অবস্থা প্রত্যক্ষ করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নির্যাতন বিষয়ক স্পেশাল র্যাপোর্টিউর নিলস মেলজার ১লা নভেম্বর একটি রিপোর্ট দিয়েছেন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।