Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হতাশার দিন আর্চারদেরও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ৯:০৬ পিএম

ক্রিকেটের হতাশা কাটছে না। এরই মধ্যে আর্চাররাও পার করল একটি হতাশার দিন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান ২১তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে আজ সোমবার প্রতিযোগিতার তৃতীয় দিনে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন দেশসেরা তীরন্দাজ রোমান সানা। পুরুষদের রিকার্ভ ইভেন্টের এলিমেন্টেশন রাউন্ডে স্বাগতিক থাইল্যান্ডের পাথাইরাত তানাপাতের কাছে ৬-২ সেটে হেরে গেছেন তিনি।
এর আগে অবশ্য স্বাগতিক দলের আরেক আর্চার মাতান ফ্লোরান্তেকে ৭-১ সেটে হারিয়ে শেষ ষোলোতে উন্নীত হয়েছিলেন তিনি।
এছাড়া প্রি-কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচে হেরে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ তামিমুল ইসলাম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও মোঃ সাকিব মোল্লা।
নারীদের রিকার্ভের এলিমেন্টেশন রাউন্ডেও নিজ নিজ ম্যাচে হেরে গেছেন বাংলাদেশের নারী আরচ্যার নাসরিন আক্তার, বিউটি রায়, মোছাঃ ইতি খাতুন ও মেহনাজ আক্তার মনিরা। পুরুষদের কম্পাউন্ড ইভেন্টের এলিমেন্টেশন রাউন্ডে হেরে গেছেন বাংলাদেশের আরচ্যার মোঃ সোহেল রানা ও অসীম কুমার দাস। নারীদের এলিমেন্টেশন রাউন্ডে চাইনিজ তাইপের প্রতিপক্ষ ‘লিন মিং-চিং এর কাছে হেরে গেছেন বাংলাদেশের সুস্মিতা বনিক।
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে উত্তর কোরিয়ার কাছে ৫-১ সেটে হেরে যায় বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে অসীম কুমার দাস ও সুস্মিতা বনিককে নিয়ে গঠিত বাংলাদেশ দল হেরে যায় কোরিয়ার কাছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ