Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান সফর নিয়ে যা বললেন পাপন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ৮:৩১ পিএম

দীর্ঘ ১০ বছর নিরাপত্তার ইস্যুতে বন্ধ থাকার পর পাকিস্তানে আবারও ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। সাম্প্রতিক সময়ে দেশটির মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। চলতি বছরের ডিসেম্বরে টেস্ট সিরিজ খেলতে ফের পাকিস্তান যাবে লঙ্কানরা। আগামী বছরের শুরুতেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
আসন্ন এ সফর প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এখন পর্যন্ত পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। তবে পর্যবেক্ষক দলের প্রতিবেদন পেলে পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
আইসিসির ফিউচার ট্যুর প্লান (এফটিপি) অনুযায়ী ২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাঠে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে নিরাপত্তা সন্তোষজনক না হলে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতেও হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ