বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বকেয়া বেতন পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে থালা, বাসন হাতে ভুখা মিছিল করেছে আমীন জুটমিলের শ্রমিকেরা।
সোমবার সকাল থেকে মিলের সামনে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে মিছিল ও সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য দেন আমিন জুট মিল শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আরিফুর রহমান, মো. মোস্তফা, শামসুল আলম, কামাল উদ্দিন প্রমুখ। একই দাবিতে ২৭ নভেম্বর মিল গেটে প্রতীকী অনশনের ঘোষণা দেওয়া হয় ভুখা মিছিল থেকে।
শ্রমিক নেতারা বলেন, আমাদের কোনো দাবিই পূরণ হয়নি। গত রমজানেও আমরা আন্দোলন করেছি। সরকারি ও অন্যান্য করপোরেশনের কর্মচারীরা জাতীয় মজুরি কমিশন ২০১৫ স্কেল পেলেও জুটমিলের শ্রমিকেরা পাননি। তারা বকেয়া বেতন পরিশোধেরও দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।