Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জের মীরেরবাগে নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ১০:০৪ এএম

ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের ৩দিন পর বালির নিচ থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির বয়স হবে ৮বছার। তার নাম রবিউল ইসলাম মাহিন। আজ রবিবার(২৪নভেম্বর) রাত ৯টায় দক্ষিন কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় একটি বালির মাঠে ঝোপের ভিতর মাটি চাপা দেয়া অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয় । পরে লাশটি ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, গত বৃহস্পতিবার(২১নভেম্বর) সন্ধ্যার সময় শিশু মাহিন তাদের বাসার কাছ থেকে নিখোঁজ হয়। এই ঘটনায় তার বাবা মোঃ ইসমাইল মিয়া থানায় একটি জিডি করেন। পুলিশের পক্ষ থেকে জিডিটি গুরুত্ব দিয়েও তদন্ত করা হয়। আজকে সন্ধ্যা বেলা ওই এলাকায় দুর্ঘন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী থানা পুলিশকে বিষয়টি জানায়। এতে পুলিশ সাথেসাথে মীরেরবাগ এলাকায় এসে বালুর মাঠের একটি ঝোপের ভিতর বালিমাটি চাপা দিয়ে রাখা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। তবে এই মুহুর্থে হত্যাকান্ডের সঠিক কারন বলা যাচ্ছে না। তবে খুব দ্রুত তদন্ত সাপেক্ষে এই হত্যাকান্ডের সঠিক কারন খুঁজে বের করে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে প্রয়োনীয় ব্যবস্থা নেয়া হবে। খবর পেয়ে তিনিও দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এদিকে কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার রাত সাড়ে ৮টার সময় নিহত শিশু মাহিনদের বাসা ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শিশু মাহিনের বাবা ইসমাইল মিয়া রাজধানীর ধোলাই খাল এলাকায় একটি দোকানে সীট কাটিংয়ের কাজ করেন। তাদের বাড়ি ভোলা জেলায় । তারা শুভাঢ্যা ইউনিয়নের মীরেরবাগ এলাকায় জনৈক বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকে।



 

Show all comments
  • Zahir Rahan ২৫ নভেম্বর, ২০১৯, ১০:৫৯ এএম says : 0
    এই নিস্মপাপ বাচ্চাটার কি কোন শত্রæতা থাকতে পারে আমাদের সমাজের কি? হলো মানুষ নামের মানুষ গুলো কি পশু হয়ে গেলো নাকি আমি বাংলাদেশ র‌্যাব বাহিনীর কাছে আমার আবেদন থাকবে যে এই হত্যাকারী তাকে চিহ্নত করে তাকে ক্রয়পায়ার করা হোক বা তার সাথে বন্ধুক যুদ্ধ করা হোক তা না হলে পলিশ এর হাতে তুলে দিবেন ঘুষ দিয়ে বের হয়ে আসবে কোন বিচার হবে না আজকে আমাদের সমাজে বিচার না হতে হতে এই হত্যাকারী দিন দিন বেড়ে ছলেছে আল্লাহ তুমি এই বাংলার ভ‚খন্ডের মানুষগুলোকে তুমি ইমান সহিত নৈতিক ভাবে চলার তাওফিক দান করুন আমি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর লাশ উদ্ধার

২৭ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ