মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রকে বিশ্বের স্থিতিহীনতার সবচেয়ে বড় উৎস উল্লেখ করে তোপ দেগেছে চীন। গত শনিবার জাপানের নাগোয়া শহরে জি ২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি তীব্র ভাষায় যুক্তরাষ্ট্রকে আক্রমণ করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কয়েকজন রাজনীতিক বিশ্বের বিভিন্ন অংশে গিয়ে কোনো প্রমাণ ছাড়াই চীনের ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ওয়াং। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রর বিস্তৃতভাবে একপাক্ষিক ও সংরক্ষণবাদী হয়ে উঠছে এবং বহুপাক্ষিকতা ও বহুপাক্ষিক বাণিজ্যিক পদ্ধতির ক্ষতি করছে। দেশটি ইতোমধ্যেই বিশ্বের স্থিতিহীনতার বৃহত্তম উৎস হয়ে উঠেছে।’
জি২০ বৈঠকের ফাঁকে হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ বøকের সঙ্গে সাক্ষাতের সময়ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করা বন্ধ করেননি ওয়াং। রাজনৈতিক উদ্দেশ্যে চীনের বৈধ ব্যবসাগুলো দমন করার জন্য যুক্তরাষ্ট্র তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করছে এবং কোনো ভিত্তি ছাড়াই ওই সব চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনছে উল্লেখ করে এগুলোকে ‘হুমকির শামিল’ আচরণ বলে মন্তব্য করেছেন তিনি।
চীনের অভ্যন্তরীণ বিষয়ে ‘স্থ‚ল হস্তক্ষেপ’ করতে যুক্তরাষ্ট্র তাদের অভ্যন্তরীণ আইনও ব্যবহার করছে এবং ‘এক দেশ, দুই পদ্ধতি’কে ক্ষতিগ্রস্ত করে হংকংয়ের স্থিতিশীলতা ও সমৃদ্ধির ক্ষতি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। তিক্ত বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়া বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ দুটির মধ্যকার সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। যদিও দেশ দুটি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টায় আছে তারপরও মানবাধিকার, হংকংয়ের অস্থিরতা ও তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে তাদের মধ্যে বিরোধ আরও জটিল হয়ে উঠছে।
চীনের উন্নয়ন ও সমৃদ্ধি ইতিহাসের অনিবার্য পরিণতি, একে কেউ রুখতে পারবে না এবং উভয়পক্ষ লাভবান হবে এমন সহযোগিতার পথই চীন-যুক্তরাষ্ট্রের জন্য সঠিক পথ হবে বলে মন্তব্য করেছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।