মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় এক কিশোরী একটি গান ২২টি ভাষায় গেয়ে ভাইরাল হয়েছেন। মুম্বাইয়ের বাসিন্দা ১৫ বছরের কিশোরী আরশা মুখোপাধ্যায় এই গান গেয়েছেন।
ভারতকে নিয়ে গান। দেশের সৌন্দর্য, দেশের প্রতি ভালোবাসা ফুটে উঠছে সেই গানের মধ্যে। গানটি গাওয়া হয়েছে মোট ২২ ভাষায়। ‘বিবিধের মাঝে মিলন’র আদর্শ উদাহরণ হল এই গান।
মুম্বাইয়ে থাকেন ওই কিশোরী। স্কুল থেকে প্রোজেক্ট বানাতে বলা হয়েছিল তাকে। সেই প্রোজেক্টের অংশ হিসাবে এই গান বানিয়েছেন আরশা। বাবা-মা ছাড়াও সুরকার রাজা নারায়ণ দেব এই কাজে সাহায্য করেছেন তাকে।
ভারতবর্ষ কেমন ও আগামী দিনে ভারতকে কেমন দেখতে চাই। আরশার গানের বিষয় ছিল সেটাই। ভারতীয় সংবিধানের অষ্টম অনুচ্ছেদে যে ২২টি ভাষাকে স্বীকৃতি দেয়া হয়েছে, সেই সব ভাষাতেই গাওয়া হয়েছে এই গান।
গানটি প্রথমে লেখা হয়েছিল ইংরেজিতে। তারপর প্রায় চার মাস ধরে বিভিন্ন জনের সাহায্যে এটিকে বিভিন্ন ভাষায় অনুবাদ করেছে আরশা। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।