Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশকে ভারতের তুচ্ছ-তাচ্ছিল্য

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 আইসিসি টেস্ট চ্যাম্পিয়শিপে বাংলাদেশের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। ভারতের বিপক্ষে দুই টেস্টের একটিও নিতে পারেনি চতুর্থ দিনে। দুটিতেই হার এসেছে ইনিংস ব্যবধানে। শুধু এই সিরিজেই নয়, বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সই ভয়াবহ। এই সিরিজের আগে সবশেষ টেস্টে দেশের মাটিতেই নবীন টেস্ট দল আফগানিস্তানের কাছে ২২৪ রানে হেরেছিল বাংলাদেশ। বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে দুটি টেস্টেও তারা হেরেছিল ইনিংস ব্যবধানে।

তবু দেশের মাটিতে তাদেরকে শক্তিশালী দল বলে মনে করেন রবি শাস্ত্রি। ভারতীয় কোচের মতে, দেশের বাইরে ভালো খেলা শিখতে হবে বাংলাদেশকে। এজন্য ম্যাচ খেলতে হবে আরও বেশি। ম্যাচ শেষে আলোচনায় শাস্ত্রি বরং বললেন, আরও অনেক ম্যাচ খেলার সুযোগ দিতে হবে বাংলাদেশকে। দেশের বাইরে ভালো করতে পেস আক্রমণ শক্তিশালী করার পরামর্শও দিলেন সাবেক এই স্পিনিং অলরাউন্ডার, ‘বাংলাদেশকে আরও ম্যাচ খেলতে হবে। দেশের মাঠে ওরা অনেক শক্তিশালী। তবে দেশের বাইরে ভালো করা শিখতে হবে ওদের, ‘এখানে ওরা সাকিব ও তামিমের মতো দুজন ক্রিকেটারকে পায়নি। মুশফিক বেশ লড়াই করেছে। বাংলাদেশকে আরও ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত, তাহলে তারা উন্নতি করবে। ওদের পেস আক্রমণ আরও শক্তিশালী করে তুলতে হবে, তাহলে দেশের বাইরে ভালো করবে এবং আরও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।’
তবে কলকাতা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে বাংলাদেশের এই দল ও ক্রিকেটারদের একরকম ধুয়ে দেন আরেক সাবেক ভারতীয় সুনীল গাভাস্কার। প্রশ্ন তোলেন ক্রিকেটারদের নিবেদন ও তাড়না নিয়ে। গতকাল দিনের শুরুতে পিচ রিপোর্ট করতে গিয়ে সাবেক এই ওপেনার বলেন, ‘পিচ নিয়ে বলার কিছু আসলে নেই। পিচ কেমন করবে, তাতে যায়-আসে সামান্যই। এই বাংলাদেশ দল ‘অর্ডিনারি’, তাদের নিবেদন ‘অর্ডিনারি’, টেকনিক ‘অর্ডিনারি।’ পিচ যেমনই থাকুক, ম্যাচ আজকে (কাল) শেষ হয়ে যাবে দ্রুতই।’
একটু পর টিভির বিশ্লেষণে বাংলাদেশের ক্রিকেট অনুসারীদের প্রতি সহমর্মিতাও জানালেন গাভাস্কার, ‘খারাপ লাগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য। ক্রিকেটের প্রতি তাদের আবেগ প্রবল। কিন্তু দলের কাছ থেকে কতটা প্রতিদান পাচ্ছে তারা? এই দুই টেস্টে কোনো নিবেদন দেখা গেল না ক্রিকেটারদের, চোখে পড়ল না তাড়নার চিহ্ন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ