Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বাংলাদেশের হারের কারণ দেখালেন কোহলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ৯:০৪ পিএম

ভারতের বিপক্ষে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হারতে হয়েছে মুমিনুলদের। সাদা পোশাকে নামলেই যেন বাংলাদেশের আর খুঁজে পাওয়া যায় না। এর নেপথ্যের কারণগুলো দেখিয়ে দিলেন স্বয়ং প্রতিপক্ষ দলের অধিনায়ক বিরাট কোহলি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রসঙ্গ আসতেই কোহলি বলেন, দলে অভিজ্ঞ ক্রিকেটারের অভাব রয়েছে, 'প্রথমত, দলের সবচেয়ে অভিজ্ঞ দুজন ক্রিকেটার ছাড়াই তারা খেলতে নেমেছে। সাকিব নেই, তামিম নেই। মুশফিক আর মাহমুদউল্লাহ আছে শুধু। কিন্তু কেবল দুজন অভিজ্ঞ ক্রিকেটার দিয়ে আপনি একটা দলের কাছ থেকে খুব বেশি কিছু আশা করতে পারেন না। দলের বাকি ক্রিকেটাররা তরুণ, তাই তারা এখান থেকেই অভিজ্ঞতা অর্জন করবে। তারা যত বেশি টেস্ট খেলবে তত বেশি অভিজ্ঞ হবে। যদি আপনি এখন দুটো টেস্ট খেলেন এবং এরপর আবার দেড় বছর পর টেস্ট খেলতে নামেন তাহলে আপনি বুঝতে পারবেন না চাপের পরিস্থিতিতে কীভাবে খেলতে হয়।'
এছাড়া বিশ্ব ক্রিকেটের একটা ধারণা প্রচলিত রয়েছে, বাংলাদেশের ক্রিকেটাররা বেশি আবেগি। কোহলিও জানেন সেটা। তাইতো তিনি বললেন, শুধু আবেগ দিয়ে ক্রিকেট হয় না, 'ভালো খেলতে প্রেরণা ও আবেগের পাশাপাশি যুক্তিও থাকতে হবে। আপনি যদি আবেগ দিয়ে খেলতে বলেন এবং অর্থনৈতিক দিকটা ভুলে যান, তাহলে একজন পেশাদার ক্রিকেটারের জন্য কাজটা কঠিন হয়ে যায়। কারণ, একজন ক্রিকেটারের জন্য অন্য কোনো পেশার খোঁজ করা–হয়তো সে কাজই পাবে না, কারণ সে কেবল ক্রিকেটটাই খেলতে পারে। আমার মনে হয়, এর একটা পথ আমরা বের করেছি এবং এখন এটার ফল আপনারা দেখতে পারছেন।'



 

Show all comments
  • H.M Jakir ২৪ নভেম্বর, ২০১৯, ৯:১৯ পিএম says : 0
    Bd team is bottomless basket without sakib.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ