Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

নারীর প্রতি সহিংসতা রোধে ফ্রান্সে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ফ্রান্সে নারীর বিরুদ্ধে সংঘটিত পারিবারিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। একে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। শনিবার জাতিসংঘের নারী সহিংসতা নির্ম‚লকরণ দিবসে পারিবারিক সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভে নামে ফরাসিরা। দেশজুড়ে ৩০টি স্থানে মিছিল করে প্রায় ৭০টি রাজনৈতিক ও সামাজিক সংগঠন। ফ্রান্সে নারী অধিকারের পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় ভালো হলেও ইউরোপে সবচেয়ে বেশি ঘরোয়া সহিংসতার রেকর্ডও সেখানে। ধারণা করা হচ্ছে দেশটিতে এমন অভিযোগে পুলিশের অবহেলার কারণে দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। দেখা গেছে, চলতি বছর খুন হওয়া বেশ কয়েকজন নারী পুলিশের সাহায্য চেয়েছিলেন। ২০১৯ সালে ফ্রান্সে মোট ১১৬ জন নারী স্বামী, সঙ্গী কিংবা সাবেক সঙ্গীর দ্বারা খুন হয়েছেন। গড়ে প্রতি তিনদিনে একজন নারী সঙ্গী কিংবা সাবেক সঙ্গীর দ্বারা খুন হন। বিয়ের পর প্রতি বছর সহিংসতার শিকার হন ২ লাখ ২০ হাজার নারী। সহিংসতা বেড়ে যাওয়ায় ফুঁসে উঠেছে ফ্রান্স। শনিবার সবচেয়ে বড় মিছিলটি হয় প্যারিসে। সবার হাতে ব্যানার ও প্ল্যাকার্ড ছিলো যেখানে এই সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়। পুরো রাজপথ তখন যেন বেগুনী ও সাদা রংয়ের সাগরের মতো রূপ ধারণ করে। প্যারিসের বিক্ষোভে চলচ্চিত্র ও টিভির তারকারও অংশ নেন। রাজধানীর প্রধান অপেরা হাউস থেকে এই মিছিল শুরু হয়। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিলো, ‘নীরবতা ভাঙুন, নারীকে নয়।’ এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ