Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘‌পৃথিবীর ব্যস্ততম মানুষ ছিলাম’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ৮:৫৯ পিএম

বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচটি নির্দিষ্ট সময়েরও পৌনে তিন দিন পূর্বে শেষ হয়। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচটিকে সফল করতে গেল তিন সপ্তাহ ধরে ব্যস্ততার সাগরে হাবুডুবু খাচ্ছিলেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) নবাগত সভাপতি সৌরভ গাঙ্গুলি।
প্রিন্স অব কলকাতা ঠিক কতটা ব্যস্ত ছিলেন আজ রোবাবার ইডেনের টেস্ট শেষে তার চোখমুখে তা ফুটে উঠেছিল। আর সেই মনের ভাব প্রকাশ করতে মুখে ফুটে নিজের অভিমত জানালেন গাঙ্গুলি। ঐতিহাসিক ইডেন টেস্ট শেষে সম্প্রচার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সভাপতি বলেন, ‘আমি মনে হয় পৃথিবীর ব্যস্ততম মানুষ ছিলাম।’
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের ৩৯তম সভাপতি হিসেবে গেল ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন দেশটির সাবেক অধিনায়ক গাঙ্গুলি। দায়িত্ব নিয়েই নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা জানান তিনি। দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ-ভারত সিরিজ থাকায় বড় চমক নিয়ে হাজির হন গাঙ্গুলি। আর সেটি হলো, কলকাতার ইডেনেই বাংলাদেশ-ভারতের টেস্ট ইতিহাসে প্রথম দিবারাত্রির টেস্ট আয়োজনের কথা জানান তিনি।
সুন্দরভাবে ইডেন টেস্ট শেষ করতে পেরেছেন এবং মাঠে দর্শকদের আনতে পারাকেই সফলতা হিসেবে দেখছেন গাঙ্গুলি। তিনি বলেন, ‘এতটাই ব্যস্ত ছিলাম যে, এতদিন দম ফেলারও সুযোগ পাইনি। ইডেনে খেলা দেখার জন্য প্রচুর মানুষ এসেছিলেন। এতেই আমি খুশি। খেলা তিন দিনে শেষ হয়ে গেল ঠিকই, তবে চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটও বিক্রি হয়ে গিয়েছিল আগেই।’
ইডেনে খেলোয়াড় হিসেবে অনেক কীর্তি গড়েছেন গাঙ্গুলি। এবার বোর্ডের প্রধান কর্তা হিসেবে দিবারাত্রির টেস্ট আয়োজন করে, নিজেকে আরও বড় উচ্চতায় নিয়ে গেলেন তিনি।
গাঙ্গুলি বলেন, ‘২০০১ সালের ভারত-অস্ট্রেলিয়া টেস্টে টানা পাঁচদিন ইডেন ভর্তি ছিল। আমার দৃঢ় বিশ্বাস শুধু কলকাতা নয়, মুম্বই-চেন্নাই-ব্যাঙ্গালুরু যেখানেই ভারত খেলবে, সেখানেই ক্রিকেট দলের খেলা দেখার জন্য মানুষ আসবেন। আর কেনই-বা আসবেন না তারা। এই দলে রয়েছেন বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, মোহাম্মদ শামি, চেতেশ্বর পূজারার মতো ক্রিকেটাররা। আসলে খেলোয়াড়রাই আসল। তারা খেলে বলেই স্পোর্টস জনপ্রিয় হয়। প্রশাসকরা শুধুমাত্র খেলোয়াড়দের কাজটা সহজ করে দিতে পারে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ