মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের টাম্পায় একটি হাইস্কুলের নিচে গণকবরের সন্ধান পাওয়া গেছে। ওই কবর থেকে বের করা হয়েছে ১৪৫ জন মানুষের হাড়গোড়। মাটির ৩ থেকে ৫ ফুট নিচে সেগুলো কফিনবন্দি অবস্থায় ছিল। ২০ শতকের মাঝামাঝিতে ওই অঞ্চলে দরিদ্রদের সমাহিত করা হতো বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মার্কিন সরকারের নথিপত্রে ‘রিজউড কবরস্থান’ সম্পর্কে তথ্য ছিল। কিন্তু তার প্রকৃত অবস্থান জানা যাচ্ছিল না। স্কুলের নিচে থাকতে পারে- এমন আশঙ্কার পর সেখানে রাডার ব্যবহার করে তল্লাশি চালায় কর্তৃপক্ষ। ১৪৫টি কবরের সন্ধান পাওয়া যায়। তবে বিভিন্ন নথি অনুযায়ী ওই কবরস্থানে প্রায় আড়াইশ’ মানুষকে সমাহিত করা হয়। এদের বেশিরভাগই আফ্রিকান বংশোদ্ভ‚ত আমেরিকান নাগরিক। এদের মধ্যে ৭৭ জনেরও বেশি শিশু ছিল বলে ধারণা করা হচ্ছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।