Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের ফাঁসি

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পিরোজপুর জেলা সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ার চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাতিমা আক্তার ইতি (৯) ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা মামলার রায়ে স্বপন ও সুমন নামে দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে দুই আসামির প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুর ১২টা ১০ মিনিটে পিরোজপুর জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ গোলাম কিবরিয়া এ রায় দেন। জানা যায়, ২০১৪ সালের ৫ অক্টোবর উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের ফুল মিয়ার কন্যা ও স্থানীয় বুখইতলা বান্ধবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাতিমা আক্তার ইতিকে আপন মামাত ভাই বুখইতলা গ্রামের জাহিদ হোসেন রিপনের ছেলে বখাটে স্বপন ও তার সহযোগী মোস্তফার ছেলে সুমন অপহরণ করে নিকটবর্তী একটি ঘরে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। দুই নরপশু ধর্ষণ শেষে ইতিকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ির নিকটবর্তী চুন্নু জমাদ্দারের বাগানে ফেলে রাখে। ঘটনার একদিন পর ৬ অক্টোবর দুই ধর্ষকই আবার ইতির অভিভাবকের কাছে লাশের সন্ধান দেয়। এ ব্যাপারে নিহত স্কুলছাত্রীর বাবা ফুল মিয়া বাদী হয়ে ৬ অক্টোবর মঠবাড়িয়া থানায় অজ্ঞাত আসামি দিয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ ৭ অক্টোবর সন্দেহজনক আসামি হিসেবে স্বপন ও সুমনকে হত্যা মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালতে আসামিরা হত্যাকা-ে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। মঠবাড়িয়া থানা পুলিশ প্রায় আড়াই মাস তদন্তের পর গত বছরের ৬ জানুয়ারী উক্ত দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মঠবাড়িয়ায় ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের ফাঁসি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ