Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধ্বংসাত্মক ষষ্ঠ ধাপে প্রবেশ করছে বিশ্ব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

এমন এক সময়ের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি যখন পুরো মানব সভ্যতাই ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। এ বিষয়ে বিশ্বকে সতর্ক করেছেন মার্কিন বিজ্ঞানীরা। শুক্রবার যুক্তরাষ্ট্রের পপুলার স্টাডিজ ইন বায়োলজির অধ্যাপক পল এরলিক বলেন, সর্বকালের সবচেয়ে ধ্বংসাত্মক ষষ্ঠ ধাপে প্রবেশ করতে চলেছি আমরা। এটাই হতে পারে মানব সভ্যতা ধ্বংসের শুরু। জার্নাল সায়েন্স অ্যাডভান্সে প্রকাশিত এক প্রতিবেদনে নিজের ব্যাখ্যা স্পষ্ট করেছেন এরলিক। তিনি বলছেন, বিভিন্ন প্রাণী নিরন্তর বিলুপ্ত হয়ে চলেছে পৃথিবী থেকে। বর্তমান সময়ে এই প্রক্রিয়া ইতিহাসে সবচেয়ে দ্রুততম হচ্ছে। অন্তত ১শ গুণ দ্রুতবেগে পৃথিবীপৃষ্ঠ থেকে মুছে যাচ্ছে একের পর এক প্রাণী। আর এর ফলেই ধ্বংসের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে পৃথিবী। শুধু তাই নয়, জলবায়ুর পরিবর্তনের কারণেও পৃথিবীজুড়ে ব্যাপক পরিবর্তন ঘটছে। এর ফলে পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠছে। জার্নাল সায়েন্স অ্যাডভান্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ