মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাকের কুর্দিদের সঙ্গে দেখা করে মার্কিন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর কুর্দিরা অভিযোগ করেছিলো যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে প্রতারণা করেছে। সেই পরিস্থিতির প্রেক্ষিতে পেন্স নিজে গিয়ে ইরাকের কুর্দিদের আশ্বস্ত করেছেন যে তারা কুর্দিদের সঙ্গে আছেন। ২০১৯ সালের ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। তার আগ মুহ‚র্তে ওই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। কুর্দিদের অভিযোগ যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের মাধ্যমে তুরস্ককে সবুজ সংকেত দিয়েছে। একে পেছন থেকে ছুরিকাঘাত বলে মন্তব্য করেছে তারা। ইরাক কুর্দিস্তানের প্রেসিডেন্ট নেশিরবান বারজানির সঙ্গে দেখা করেছেন পেন্স। এছাড়া দেমটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির সঙ্গেও ফোনে কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমরা ইরাকে চলমান অস্থিরতা নিয়ে কথা বলেছি। প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন কোনও রকম সহিংসতা এড়িয়ে চলার চেষ্টা করবেন তারা। শান্তিপ‚র্ণ বিক্ষোভকারীদের সুরক্ষা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আওয়াজ নিয়ে রাজপথে নামে তারা। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। এখন পর্যন্ত এই বিক্ষোভে অন্তত ৩৩০ জন নিহত হয়েছে।সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, হত্যাকাÐে ইরাকি কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র। শনিবারের সফরে মাইক পেন্স বলেন, তিনি সার্বভৌম ও স্বাধীন ইরাকের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান পুনর্ব্যক্ত করেন। এরপর আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে যান পেন্স। সেখানে তাদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান তিনি। তিনি বলেন, ট্রাম্পের পক্ষথেকে তিনি তাদের সমর্থন দিতে এসেছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।