মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ২৮তম রাজ্য সম্মেলন উপলক্ষে হাওড়ার বালিতে শুক্রবার এক প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে এনআরসি নিয়ে বিজেপির কড়া সমালোচনা করেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত। এদিন তিনি বলেন, দেশকে ভাঙতে চাইছে বিজেপি। দেশের সংবিধানকেও মানে না ওরা। ওরা এনআরসি করে ভারতবাসীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। আমরা এনআরসি করতে দেব না। বিজেপি যখন রাজস্থান ও মহারাষ্ট্রে ক্ষমতায় ছিল তখনও ডিটেনশন সেন্টার খুলে তারপর এনআরসি করার পরিকল্পনা করেছিল। এই রাজ্যের ক্ষেত্রেও ওরা সেই পরিকল্পনা নিয়েছে। এই রাজ্যে কোনও ডিটেনশন কেন্দ্র খোলা চলবে না। এদিন তিনি বলেন, বিজেপিকে রুখতে তৃতীয় বিকল্প শক্তি ও বিকল্প নীতি তৈরি করতে হবে। এখন দেশ ও রাজ্যের সার্বিক পরিস্থিতি দেখে আপনারা ভয় পেয়ে বসে যাবেন না। আরও বৃহত্তর লড়াই-আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার শপথ নিন। বিজেপি সরকারের আমলে দেশের অর্থনীতির হাল সব থেকে খারাপ। কোনও কর্মসংস্থান নেই। বেকারত্ব দিন দিন বেড়ে চলেছে। কাশ্মীর নিয়েও বিজেপি তামাশা করছে। স্বাভাবিক জনজীবন সেখানে ব্যাহত হচ্ছে। পুবের কলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।