Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কন্যা বিক্রির টাকায় বাবার মোবাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

নিজের শিশু কন্যাসন্তানকে বিক্রি করে এক ব্যক্তি মোবাইল ফোন কিনেছেন বলে খবর পাওয়া গেছে। ভারতের তামিলনাড়ুরতে এই অমানবিক ঘটনা ঘটেছে । খবরে বলা হয়, স¤প্রতি ভারতের তামিলনাড়ুর তিরুনেলভেলিতে যমজ সন্তান জন্ম দেন এক স্ত্রী। এর মধ্যে একটি ছেলে অপরটি মেয়ে। মেয়ের জন্মে খুশি হননি বাবা! তাই মেয়েকে বিক্রি করে সেই টাকা দিয়ে কেনেন মোবাইল ফোন ও গহনা। বাবা ইয়েসুইরুদ্ধরাজের দাবি, শিশুকন্যা বিক্রির বিষয়ে স্ত্রী পুষ্পলতা সব জানেন। তবে পুষ্পলতার দাবি, তাকে না জানিয়েই মেয়েকে বিক্রি করেছেন তার স্বামী। এমনকি সেই টাকায় মোবাইল, সোনার হার কেনা ছাড়াও বন্ধক রাখা একটি বাইক ও সাইকেল ছাড়ানো হয়েছে। বিষয়টি জানতে পেরে ইয়েসুইরুদ্ধরাজকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আর ৮০ হাজার টাকা পেয়েছেন তিন দালাল সেলভাম, নেল্লাইয়াপ্পার ও কান্নান। তিরুনেলভেলির এক নিঃসন্তান দম্পতিকে ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয় কন্যা
সন্তানটি। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ