প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : অনুরূপ আইচের গানে প্রথমবারের মতো কণ্ঠ দিলেন প্রতিশ্রুতিশীল শিল্পী ও সুরকার ফাহিম ফয়সাল। আসন্ন ঈদে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে প্রকাশিতব্য ‘অনুরূপ আইচ এর গান’ অ্যালবামের ‘মিশে আছো আমাতে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। অনুরূপ আইচ বলেন, ‘ফাহিম ফয়সাল আমার খুব কাছের ছোট ভাই। আমাদের সম্পর্ক দীর্ঘদিনের হলেও এর আগে কোনো গানে কাজ করা হয়নি। ফয়সালের গায়কী ও সুর অসাধারণ। ওর সুর করা এবং গাওয়া সম্প্রতি প্রকাশিত ‘নীলচে আকাশ’ গানটি শুনে আমার ভীষণ ভালো লেগেছে। তার গান ভালো লাগায় ও ভরাট কণ্ঠের অধিকারী হওয়ায় আমার এই অ্যালবামে তাকে নিয়ে কাজ করেছি। মিশে আছো আমাতে গানটির সুর করার পাপাশাপাশি ও দারুণ গেয়েছে। ফাহিম ফয়সাল বলেন, ‘আমি সবসময় গানের বাণীকে প্রাধান্য দিয়ে গান করে থাকি। আমার কাছে গানের সংখ্যার চেয়ে মানের গুরুত্ব অনেক বেশি। অনুরূপ আইচ দাদার গানের বাণী বেশ সমৃদ্ধ। তাই অনেক আগে থেকেই ইচ্ছে ছিল দাদার গানে কণ্ঠ দেয়ার। কিন্তু এতদিন তা পূরণ না হলেও অবশেষে তা হলো। আমার বিশ্বাস গানটি শুনে শ্রোতারা তৃপ্ত হবেন। আর খুব শীঘ্রই গানটির ভিডিও দর্শক-শ্রোতারা দেখতে পাবেন।’ আটটি গান নিয়ে সাজানো এ অ্যালবামের সবকটি গান লিখেছেন অনুরূপ আইচ। মিশে আছো আমাতে গানটির সংগীতায়োজন করেছেন সারোয়ার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।