রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অভ্যন্তরীণ ডেস্ক : শ্রীনগর ও ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩ জন ও আহত হয়েছে ১০ জন। এসংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট-
শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরে বাস-মাইক্রোবাস মুখমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। গতকাল রোববার দুপুর বারটার দিকে উপজেলার কেয়টখালী নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি কালো রংয়ের মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আজাহার হোসেন (৬০) ও তার স্ত্রী জাহানারা বেগম (৫৫) নিহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় আজাহার হোসেনের বোন মাকসুদা বেগম (৫০)-এর মৃত্যু হয়। মাইক্রোবাস চালক কোরবান আলী (৪৮) ও গৃহকর্মী নাজমাকে (৪০) মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আজাহার হোসেনের বাড়ি লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের বনশ্যামন্ত গ্রামে হলেও তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েকে নিয়ে ঢাকার ওয়ারীতে বসবাস করেন এবং ধোলাইখাল এলাকায় প্লেনসিটের ব্যবসা করেন। শনিবার রাতে তিনি স্ত্রী ও গৃহকর্মীকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে বোন মাকসুদাকে সাথে নিয়ে ঢাকায় রওনা হন। তাদের গাড়িটি কেয়টখালী এলাকায় আসার পর চলন্ত অবস্থায় সামনের চাকা পাংচার হয়ে এদুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এতে বাসের অন্তত ৮ যাত্রী আহত হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।