Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মতলব উত্তরে এতিমখানার ছাদ ধসে অর্ধশত ছাত্র আহত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ৯:৫২ এএম

চাঁদপুরের মতলব উত্তর ফরাজীকান্দি আল আমিন এতিমখানার ছাদ ধসে অর্ধ শতাধিক ছাত্র আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্স আল-আমিন এতিমখানার ৩ তলা বিল্ডিংয়ের ২য় তলার ছাদ ধসে এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় নতুন বাজারে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়। পরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাতে গুরুতর আহতদের চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে চাঁদপুর থেকে দমকলকর্মী, উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

রাতে চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ঘটনাস্থলে ছুটে যান। তিনি মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ছাত্রদের খোঁজ-খবর নেন এবং গুরুতর আহতদের চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন।

জানা যায়, ফরাজীকান্দি আল আমিন এতিমখানার ছাত্ররা আসন্ন বিজয় দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের লক্ষ্যে নিজেদের মধ্যে সভা করছিলো। এসময় হঠাৎ ৩ তলা বিশিষ্ট ভবনের ২য় তলার পশ্চিম অংশের বারান্দার ছাদের অংশ ধসে পড়ে।

হাসপাতালে আহত শিক্ষার্থীদের কয়েকজন

এতে অন্তত অর্ধশতাধিক ছাত্র আহত হয়। এই মাদ্রাসায় প্রায় আড়াইশ’ ছাত্র রয়েছে বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ