নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রিমিয়ার লিগে যোগ করা সময়ে আলেকসঁদ লাকাজেতের দ্বিতীয় গোলে স্বস্তির এক পয়েন্ট নিয়ে ফেরে আর্সেনাল। সাউথ্যাম্পটনের বিপক্ষে শনিবার ২-২ গোলে ড্র করে আর্সেনাল। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলে শেষ ছয় ম্যাচে জয়শূন্য রইল তারা।
লিগে নিজেদের শেষ আট ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া সাউথ্যাম্পটন শুরু থেকেই ছিল উজ্জীবিত। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রাখে আর্সেনালের রক্ষণকে। অষ্টম মিনিটে দারুণ এক গোলে সাউথ্যাম্পটনকে এগিয়ে নেন ড্যানি ইঙ্গস। তার ডান পায়ের শট কাছের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।
সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ১৮তম মিনিটে ডি-বক্সের ভেতরে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের শট প্রতিপক্ষ ডিফেন্ডারে গায়ে লেগে ফাঁকায় পেয়ে যান লাকাজেত। ডান পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। ৫৬তম মিনিটে নিকোলাস পেপের ভলি ক্রসবারে লেগে ফিরলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় আর্সেনালের। ৭১তম মিনিটে স্পট কিক থেকে আবারও সাউথ্যাম্পটনকে এগিয়ে নেন মিডফিল্ডার জেমস-ওয়ার্ড। ডি-বক্সের ভেতরে ইঙ্গস ফাউলের শিকার হলে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। হারের শঙ্কায় পড়া দলে যোগ করা সময়ে স্বস্তি ফেরান লাকাজেত। গাব্রিয়েল মার্তিনেল্লির ক্রস আটকাতে আগেই ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লাকাজেত।
১৩ ম্যাচে মাত্র ৪ জয় ও ৬ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাতে নেমে গেছে আর্সেনাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।