Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুন্দেসলিগায় বায়ার্নের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ১:১১ এএম

প্রথমার্ধে তিন গোলের পর দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ালেন ফিলিপে কৌতিনিয়ো। ফরটুনা ডুসেলডর্ফকে উড়িয়ে বুন্দেসলিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে জিতে বায়ার্ন। নিকো কোভাচকে বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন কোচ হানসি ফ্লিকের অধীনে পেল টানা তৃতীয় জয়। চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে জয়ের পর লিগের আগের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়েছিল তারা।
একাদশ মিনিটে সফরকারীদের প্রথম গোল এনে দেন বাঁজামাঁ পাভার্দ। ইয়োশুয়া কিমিখের ক্রসে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি ডিফেন্ডার। বিরতির আগে রক্ষণের ভুলে সাত মিনিটের ব্যবধানে আরও দুই গোল হজম করে ফরটুনা। ২৭তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুল পাস থেকে সতীর্থদের পা ঘুরে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন কোরোঁতাঁ তোলিসো।চার মিনিট পর পোস্টে লাগে সের্গে জিনাব্রির শট। ৩৪তম মিনিটে অবশ্য আর ভুল করেননি তিনি। ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে দলের তৃতীয় গোলটি করেন জার্মান মিডফিল্ডার।
৭০তম মিনিটে চতুর্থ গোলটি করেন কৌতিনিয়ো। বুন্দেসলিগায় ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের এটি তৃতীয় গোল। এই জয়ে ১২ ম্যাচে বায়ার্নের সংগ্রহ ২৪ পয়েন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ