Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয় দিয়ে শুরু মরিনহোর নতুন অধ্যায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ১:০৩ এএম

ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের দায়িত্ব নিয়েছেন হোসে মরিনহো। দায়িত্ব নিয়েই দলকে জয় উপহার দিলেন এ কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে তার নতুন শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান রানার্সআপ দল টটেনহ্যাম। এছাড়া প্রতি মৌসুমেই প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থাকে তারা। তবে এ মৌসুমে তারা চরম বাজে সময় পার করছিল। লিগে ১২ ম্যাচ খেলে জয় পায় মাত্র ৩টিতে। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৪তম অবস্থানে ছিল তারা।
এমন অবস্থায় মঙ্গলবার (১৯ নভেম্বর) চাকরি হারান টটেনহ্যামের কোচ পচেত্তিনি। তার পরিবর্তে নিয়োগ দেওয়া হয়ে মরিনহোকে। মরিনহো এর আগে পোর্তো, রিয়াল মাদ্রিদ, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবকে কোচিং করিয়েছেন।
নতুন অধ্যায়ের প্রথম ম্যাচে ওয়েস্টহ্যামের মুখোমুখি হয় মরিনহোর দল টটেনহ্যাম। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দুর্দান্ত খেলে টটেনহ্যাম। ফরোয়ার্ড সন হিউন মিন ও মিডফিল্ডার লুকাস মৌরার গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। এরপর দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে টটেনহ্যামের তৃতীয় গোলটি করেন ইংলিশ তারকা হ্যারি কেইন। ৭৩ মিনিটে এক গোল শোধ করে ওয়েস্টহ্যাম। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে আরও একটি গোল শোধ করে স্বাগতিকরা। তবে এ দুই গোলে শুধু জয়ের ব্যবধান কমেছে, ফলাফলের কোনো পরিবর্তন হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ